বালাগাল উলা
তোমার হাঁটার পরে আমি উড়ি ধুলা
আমার হৃদয়ে বাজে বালাগাল উলা
তোমার মহিমা গায় হাওয়া মিহি মিহি
আমার হৃদয়ে বাজে বিকামালিহি
তোমার সুরুর মেখে দিল আফরোজা
আমার হৃদয়ে বাজে কাশাফাদ্দুজা
তোমার হুসুন খোদ সাজিয়েছে বিহি
আমার হৃদয়ে বাজে বিজামালিহি
তুমি এসেছিলে তাই সেজেছিল গুল
হেসেছিলে তাই ফুটেছিল ফুল
বেসেছিলে ভালো ভেঙে ছিল ভুল
টেনে ছিলে কাছে মনে ছিল দোল
এসেছিলে তাই থেমেছিল বাদ
নেমেছিল আলো দূরে ছিল রাত
ভুলে ছিলো কত উচু নিচু জাত
গেয়েছিল সবে আগমনী নাত
তলা আল বাদরু আলাইনা…
দেখো ঘ্রাণে ঘ্রাণে এত ফুলগুলি
শুনো গানে গানে কত বুলবুলি
ঢেলে হৃদয়ের যত প্রেম আহ্লাদ
তোমাকে জানাই নবি খোশ আমদাদ
দেখো গেয়ে গেয়ে দুরুদ দিল রহম
শুনো বিরহতে বাড়ে দিল যখম
চাই বেহুশি থেকে দিল মুক্তি পাক
ছুটি বেকারার হয়ে দূর রওজা পাক
তোমার সিরাত মহা কোরআনের ওহি
হাসুনাত জামিয়ু খিসালিহি
মনে যদি প্রেম দাও গভীর
মুখে যদি ভাষা দাও কবির
সবটুকু সঁপে দিয়ে হে প্রিয় রাসুল
তোমার চরণে দেবো কবিতার ফুল