অবসর নিয়ে সর্বশেষ যা বললেন মেসি

মার্চ, ২৭, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

TOKYO, JAPAN - FEBRUARY 07: Lionel Messi of Inter Miami looks on prior to the preseason friendly match between Vissel Kobe and Inter Miami at National Stadium on February 07, 2024 in Tokyo, Japan. (Photo by Hiroki Watanabe/Getty Images)

লিওনেল মেসি কবে অবসর নেবেন?

মেসিভক্তরা নিশ্চিত এই প্রশ্নটা শুনতে চাইবেন না। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আর খেলছেন না, এ ভাবনাটা তো তাঁদের মনোজগৎ এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। তবু প্রশ্নটা ওঠে, কারণ মেসিও তো মানুষ। আর মানুষ বলেই বয়স বাড়ে, তাই অবসরের কথাটাও ওঠে অবধারিতভাবেই।

চিরন্তন সেই প্রশ্নের উত্তরই আবার দিতে হলো মেসিকে। এবার তাঁকে প্রশ্নটা করেছেন সৌদি আরবভিত্তিক আরব সংবাদমাধ্যম এমবিপিসির বিগ টাইম পডকাস্টের সঞ্চালক। ফুটবল ক্যারিয়ারের শেষবেলায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমানো মেসি প্রশ্নটা শুনে যেন একটু অবাকই হলেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বললেন এখনই ফুটবল ছাড়ার কোনো ইচ্ছা তাঁর নেই, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’