রনি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবী গাজীপুর বিএনপি নেতৃবৃন্দের

মার্চ, ৩০, ২০২৪, ১০:১০ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সফল মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল  করিম রনির বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে তাকে হেয় করা ও তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র  করছে বলে দাবী করেছেন গাজীপুর মহানগর বিএনপি ও এর এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সম্প্রতি দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা বানোয়াট দাবী করে  এর প্রতিবাদ জানান। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী।

গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সুরুজ আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে ননী বলেন,  গত ২৭ মার্চ দুটি পত্রিকায় ‘সাধারন সম্পাদক রনি লন্ডনে বসে সভা পরিচালনা করেন’ ও ‘নিরুদ্দেশ থেকেও সব অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি নেতা রনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তিনি দাবী করেন, সংবাদ দুটি মিথ্যা , ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।  এম মঞ্জুরুল  করিম রনিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এম মঞ্জুরুল  করিম রনি বিএনপি ঘোষিত একাধিক কর্মসূচীতে ঢাকা ও গাজীপুরে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। সেসময়গুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মহানগরের ৮টি থানায় ৪১টি মামলায় ২২৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। সাধারন সম্পাদক রনি গ্রেফতাকৃতদের পরিবারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ , সহযোগিতা ও মুক্তির ব্যাপারে আইনজীবি প্যানেল তৈরী করে জামিনের ব্যবস্থা করেছেন এবং এখনো তা চলমান আছে। আমরা মনে করি এ ধরনের সংবাদ প্রকাশ উদ্দেশ্য প্রনোদিত, ষড়যন্ত্রমূলক যা কোনো ব্যক্তি বিশেষ দ্বারা প্রভাবিত হয়ে করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি রনি সাংগঠনিক কাজে লন্ডনে রয়েছেন। সেখানে কাজ শেষ করেই দেশে ফিরে আসবেন। লন্ডনে থাকায় রনি দলীয় কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কিন্ত এসব অনুষ্ঠানের ব্যানারে তার নাম থাকায় দুটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। এসব সংবাদে রনিকে উদ্দেশ্যমুলকভাবে নিষ্ক্রিয় প্রমানের চেষ্টা করা হয়েছে। তার বাবা গাজীপুরের আপামর জন মানুষের নেতা , গাজীপুর সিটি করপোরেশনের প্রথম সফল মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্ত ওনার জনপ্রিয়তা সামান্য হ্রাস করতে পারেনি। তেমনি রনির বিরুদ্ধেও কোন ষড়যন্ত্র করে স্বার্থান্বেষী মহল কিছুই করতে পারবে না। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কয়েকটি অনুষ্ঠানে রনির অনুপস্থিতি সাংগঠনিক কাজে কোন ব্যত্যয় ঘটেনি। তার নেতৃত্বেই আমরা সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আহামদ আলী রুশদী, ড. মোঃ সহিদুজ্জামান, সাবেক যুগ্ন আহবায়ক সুরুজ আহম্দে, মহানগর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ভিপি জয়নাল, বাসন মেট্্েরা থানার সভাপতি তানভীর সিরাজ, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিরসহ মহানগর,থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।