যা বলে গেলেন মুস্তাফিজ-রুবেলরা

মে, ১, ২০১৯, ৯:২৭ অপরাহ্ণ

mustafiz rubel sprot

শেষ বারের মতো বিশ্বমঞ্চে দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড সফরে ডাক পাওয়া সতীর্থদের নিয়ে আজ দেশ ছাড়লেন তিনি। দীর্ঘ আড়াই মাসের লম্বা সফরে যাওয়ার আগে সমর্থকদের কাছে নিজেদের ভুল-ত্রুটি নিয়ে মাফ চাওয়ার পাশাপাশি দোয়া চেয়েছেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

শুধু মাশরাফি নন বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়ার আগে নিজেদের আশার কথা ব্যক্ত করেছেন মোস্তাফিজ-রুবেলরাও। প্রথমবার দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মাস্টার মোস্তাফিজুর রহমান। স্বাভাবিকভাবে বিশ্ব আসরে খেলার রোমাঞ্চ স্পর্শ করেছে তাঁকে। বললেন, ‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেই রকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি কেবল। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক উত্তেজিত অবশ্যই।’

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে মাশরাফির পরই সবচেয়ে অভিজ্ঞ রুবেল হোসেন। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দ্রুতগতির এই পেসার। আসরে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। অবশ্যই আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে, আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

দেশের মানুষদের ক্রিকেটারদের উপর আস্থা রাখতে বলছেন প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে যাওয়া মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ওপর বিশ্বাস রাখবেন।’

অন্তত সেমিফাইনালে খেলার প্রত্যয় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের কণ্ঠে। বলেন, ‘অবশ্যই দলের হয়ে ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে।’

বিশ্বকাপে ডাক পাওয়া সাইফউদ্দিনও চান নির্বাচকদের আস্থা মূল্য দিতে। তাঁর কথায়, ‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না, সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার।’

২০১৫ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সৌম্য সরকার। অভিষেক আসরের চেয়ে এবার তাঁর কাছে প্রত্যাশা বেশি, সেটা স্বীকার করে আর ভুল না করার প্রত্যয় ঝরল তাঁর মুখে। নিজের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগের চেয়ে এবার প্রত্যাশাটা বেশি। আগে যেই ভুলটা করেছি সেটা এবার করা যাবে না।’

 

সুত্রঃ ntvbd.com