মিরাজ-সাইফউদ্দিনরা কি পারবেন?

মে, ১, ২০১৯, ৯:৩৪ অপরাহ্ণ

miraz saifuddin sprot

বাংলাদেশকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি। তবে ১৫ সদস্যের বাংলাদেশ দলের সাতজন ক্রিকেটারের জন্য এবারই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। এত বড় আসরে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমী ও মিডিয়ার তীক্ষ্ণ নজর থাকে। এর পাশাপাশি থাকে সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপ। বিশ্বকাপ খেলতে আজই ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তবে কিছুটা রোমাঞ্চিত হলেও, ক্রিকেটের এই মেগা আসরকে সামনে রেখে কোনো ভয়ডর নেই দলের তরুণ ক্রিকেটারদের মনে। সাব্বির, মিরাজ আর সাইফউদ্দিনরা প্রত্যয় ব্যক্ত করলেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সেখান থেকে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে চলে যাবে টাইগাররা। বরাবরের মতো বাংলাদেশ দলের নেতৃত্বের অগ্রভাগে থাকবেন ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। কিন্তু দলের তরুণ তুর্কিরা কি পারবেন এত বড় আসরে চাপ সামলে সবার প্রত্যাশা মেটাতে? বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আশার কথাই শুনিয়েছেন সাব্বির-মিরাজরা।

সর্বশেষ ২০১৫ সালের বিশ্বকাপ স্কোয়াডে একেবারেই তরুণ একজন হিসেবে ডাক পেয়েছিলেন সাব্বির রহমান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরটা খারাপ যায়নি হার্ডহিটিং এই ব্যাটসম্যানের। এরপর গত চার বছরে ব্যাটিং দ্যুতি দিয়ে বাংলাদেশ দলের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যানের মর্যাদা পান সাব্বির।  মাঝখানে শৃঙ্খলাজনিত কারণে দল থেকে ছিটকে গেলেও, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার নিজ মহিমায় ফিরে এসেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আরেকটি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বল হাতেও দলের জন্য কিছু করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং যদি করি, চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। চার-পাঁচটা ওভার বল করতে পারলে দলের জন্য ভালো একটা সাপোর্ট হবে।’

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয় ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজের। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রাজকীয় অভিষেক হয় তাঁর। সময়ের পরিক্রমায় বাংলাদেশ দলের এক নম্বর অফস্পিনার বনে যাওয়া মিরাজের জন্য এবারই প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা হতে যাচ্ছে। কিছুটা রোমাঞ্চিত থাকলেও পরিমার্জিত কণ্ঠে তরুণ এই ক্রিকেটার বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজ এবং এরপর বিশ্বকাপ, লম্বা একটা সময়। দোয়া করবেন দলের সবাই যেন এই সময়টায় সুস্থ থাকতে পারি। আর মন থেকে চাইব যেন ভালো খেলতে পারি।’

এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়াদের দলে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এত বড় আসরের চূড়ান্ত স্কোয়াডে নির্বাচিত হয়ে দুজনই অনুভব করছেন বাড়তি দায়বদ্ধতা। টিম ম্যানেজমেন্টের আস্থার পুরো প্রতিদান দিতে চান সাইফউদ্দিন। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যেহেতু টিম ম্যানেজমেন্ট এত বড় আসরে আমার ওপর আস্থা রেখেছে, তাই ইনশা আল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার। দলের জয়ের জন্য যতটুকু অবদান রাখা দরকার, নিজের জায়গা থেকে সেটা চেষ্টা করব।’

সাইফউদ্দিনের পাশাপাশি মোহাম্মদ মিঠুনও একইরকম প্রত্যশা ব্যক্ত করেছেন। দুই ক্রিকেটারই আয়ারল্যান্ড সিরিজিটাকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে। দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মিঠুন বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজে অবশ্যই ভালো করার চেষ্টা থাকবে। ওখানে ভালো খেললে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। আর বিশ্বকাপে সেটা কাজে আসবে।’

সুত্রঃ ntvbd.com